কারা আখিরাতে সফল হবে?
কারা আখিরাতে সফল হবে?
যারা ইমান আনবে এবং নেক কাজ করবে তারা আখিরাতে সফল হবে। যাদের অন্তর পরিশুদ্ধ হবে তারাই সফল আখিরাতে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা পরিশুদ্ধ অন্তরের সফতার ঘোষণা দিয়ে বলেন, “কিয়ামত দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে আলোকিত ও পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে”।
(সূরাঃ শুআরা, আয়াতঃ ৮৮-৮৯)