আবারো চট্টগ্রামে জুতার কারখানায় ভয়াবহ আগুন
চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস বুধবার (৮ জুন) ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান। তিনি বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।
এর আগে গত শনিবার (৪ জুন) রাত ৮টার দিকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টায় এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ আগুন ৭২ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৩ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন চার শতাধিক।