রেডিও গ্যালাক্সি কাকে বলে?
রেডিও গ্যালাক্সি কাকে বলে?
যেসব গ্যালাক্সি রেডিও কম্পাঙ্কের তাড়িতচৌম্বক বিকিরণ নিঃসরণ করে তাদের রেডিও গ্যালাক্সি বলে।
রেডিও গ্যালাক্সি দু’ভাগে ভাগ করা যায়।
- সাধারণ রেডিও গ্যালাক্সি
- কোয়াসার।
যেসব গ্যালাক্সি রেডিও কম্পাঙ্কের তাড়িতচৌম্বক বিকিরণ নিঃসরণ করে তাদের রেডিও গ্যালাক্সি বলে।
রেডিও গ্যালাক্সি দু’ভাগে ভাগ করা যায়।
স্টার্ক প্রভাব কী? তড়িৎক্ষেত্রের প্রভাবে বর্ণালীর রেখাগুলোর যে সূক্ষ্ম বিভক্তি ঘটে তাকে স্টার্ক প্রভাব বলে।
তাড়িতচৌম্বক কাকে বলে? সলিনয়েডের ভেতর কোনো লোহার দণ্ড বা পেরেককে ঢুকিয়ে সলিনয়েডের নিজের যে চৌম্বকক্ষেত্র রয়েছে তার চেয়ে বেশি শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি করে, ফলে সলিনয়েড থেকে বেশি শক্তিশালী চৌম্বকক্ষেত্র পাওয়া যায়। তড়িৎপ্রবাহ চলাকালীন এটি বেশ শক্তিশালী চুম্বকে পরিণত হয়। একে বলা হয় তাড়িতচৌম্বক।
অণুবীক্ষণ, দূরবীক্ষণ এবং নভোদূরবীক্ষণ যন্ত্র কাকে বলে? অণুবীক্ষণ যন্ত্র : যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায়, তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে। দূরবীক্ষণ যন্ত্র : যে যন্ত্রের সাহায্যে চোখের দূরবর্তী বস্তু স্পষ্ট বা বড় করে দেখা যায় তাকে দূরবীক্ষণ যন্ত্র বা দূরবীণ বলে। নভোদূরবীক্ষণ যন্ত্র : আকাশের গ্রহ, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ…
সরু প্রিজম কি? যে প্রিজমের প্রিজম কোণ 6° অপেক্ষা কম তাকে সরু প্রিজম বলে। যে প্রিজমের প্রিজম কোণ 6° অপেক্ষা কম তাকে সরু প্রিজম বলে। প্রিজম কাকে বলে? উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে আলোকবিজ্ঞানে প্রিজম হলো একটি প্রিজম আকৃতির স্বচ্ছ বস্তু যার মধ্য দিয়ে সাদা আলোকরশ্মি যাবার সময় সাতটি রং এ বিভক্ত হয়ে যায়। ব্যবহার অনুযায়ী এর তলের সংখ্যা ভিন্ন ভিন্ন হয়।
প্লাটিনাম রোধ থার্মোমিটার কাকে বলে? তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পদার্থের বৈদ্যুতিক রোধ বেড়ে যায়। প্লাটিনামের এ ধর্মকে কাজে লাগিয়ে প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরী করা হয়। ১৮৭১ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী সিমেন প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরী করেন।
কুরী বিন্দু কী? তাপমাত্রা বৃদ্ধিতে ফেরোচৌম্বক পদার্থের চৌম্বক ধর্ম হ্রাস পায় এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় তা প্যারাচৌম্বক পদার্থে পরিণত হয়। এ তাপমাত্রাকে উক্ত চৌম্বক পদার্থের কুরী তাপমাত্রা বলে।