হাদিস কাকে বলে?

হাদিস কাকে বলে?

রাসুল (সঃ) এর নবুয়াতী জীবনের সকল কথা, কাজ এবং অনুমোদনকে হাদিস বলে।

মূল বক্তব্য হিসাবে হাদিস তিন প্রকার। যথাঃ

  • কাওলী হাদিস: রাসুল (সঃ) এর পবিত্র মুখের বানীই কাওলী হাদিস।
  • ফিলী হাদিস: যে কাজ রাসূল (সঃ) স্বয়ং করেছেন এবং সাহাবীগণ তা বর্ণনা করেছেন তাই ফিলী হাদিস।
  • তাকরীরী হাদিসঃ সাহাবীদের যে সব কথাও কাজের প্রতি রাসূল (সঃ) সমর্থন প্রদান করেছেন তাহাই তাকরীরী হাদিস।