Similar Posts
ক্রায়োসার্জারি কি?
ক্রায়োসার্জারি কি? গ্রিক শব্দ cryo এর অর্থ খুব শীতল এবং surgery অর্থ হাতে করা কাজ। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠাণ্ডা অস্বাভাবিক ও অসুস্থ্য টিস্যু ধ্বংস করা হয়। এক্ষেত্রে তরল নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড, আর্গন ও ডাই মিথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়।
প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি?
প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি? যে ট্রান্সমিশনে ডেটা সমান্তরালভাবে আদান প্রদান হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে একাধিক তারের মধ্যে দিয়ে ডেটা পাঠানো হয়। সাধারণত এ ট্রান্সমিশনে ৮ বিট, ১৬ বিট বা ৩২ বিট ইত্যাদি ডেটা চলাচল করতে পারে।
সাইবার অপরাধ বলতে কী বুঝ?
সাইবার অপরাধ বলতে কী বুঝ? সাইবার অপরাধ বলতে আমরা সাধারণত সাইবার স্পেস অর্থাৎ ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয় তাদেরকে বুঝি। সাইবার অপরাধ বিভিন্ন ধরনের হতে পারে।
কন্ট্রোল ইউনিট কি?
কন্ট্রোল ইউনিট কি? কন্ট্রোল ইউনিট (সি ইউ) একটি কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) যা এই প্রসেসরের অপারেশনকে নির্দেশ করে।
মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভে ডাটা ট্রান্সমিট, সুবিধা, অসুবিধা ও ব্যবহার
মাইক্রোওয়েভ (Microwave) 300 MHz থেকে 300 GHz ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো মাইক্রোওয়েভ। সাধারণত 2 GHz ফ্রিকুয়েন্সি বা এর অধিক ফ্রিকুয়েন্সিতে ডেটা ট্রান্সমিট করা হয়, ফলে সংকেত নির্দিষ্ট দিক অভিমুখী হয়। মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের জন্য তিনটি শর্ত রয়েছে। শর্তগুলো হলো- মাইক্রোওয়েভ সংযোগের জন্য ডিশ আকৃতির অ্যান্টেনার প্রয়োজন হয়। প্রেরক স্টেশন ও প্রাপক স্টেশনকে একই সরলরেখা বরাবর থাকতে হয়। ট্রান্সমিশন পথে…
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম Database Management System উপাত্ত বা ডেটা কাকে বলে? সুশৃঙ্খলভাবে সাজানো নয় এমন এক বা একাধিক বর্ণ, শব্দ, সংখ্যা, চিহ্ন, চিত্র, অডিও, ভিডিও ইত্যাদি ব্যবহার করে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য যে ক্ষুদ্র উপাদান কম্পিউটারে ইনপুট আকারে দেয়া হয় তাকে উপাত্ত বা ডেটা বলে। ডেটার প্রকারভেদ ডেটা দুই প্রকার। যথাঃ ১) সংখ্যাবাচক…