কোনো রাশির মাত্রা রাশিটির পরিচয় বহন করে কেন?

কোনো রাশির মাত্রা রাশিটির পরিচয় বহন করে কেন?

আমাদের চারপামে অসংখ্য রাশি থাকলেও মাত্র সাতটি একক দিয়ে এই রাশিগুলো পরিমাপ করা যায়। কোনো কোনো রাশি আবার মৌলিক রাশি দিয়ে তৈরি। একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে, সেটাই তার মাত্রা। মাত্রা হতে সকল রাশির প্রাকৃতিক এককের প্রকৃতি জানা যায় এবং একক নির্ণয় করা যায়।

সুতরাং মাত্রার সাহায্যে কোনো রাশির পরিচয় পাওয়া যায়। অর্থাৎ কোনো রাশির মাত্রা রাশিটির পরিচয় বহন করে।

Similar Posts