Similar Posts
আলোক কেন্দ্র কী?
আলোক কেন্দ্র কী? কোনো আলোকরশ্মি যদি কোনো লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় তাহলে সেই রশ্মি লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে লেন্সের আলোককেন্দ্র বলে।
শক্তি কি?
শক্তি কি? কোনো বস্তুর কাজ করার সমর্থ্যকে শক্তি বলে। বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়েই বস্তুর শক্তির পরিমাপ করা হয়। শক্তি একটি স্কেলার রাশি। মাত্রা : ML2T-2 একক: জুল বা Joule (J)।
প্রমাণ ক্ষমতা কাকে বলে?
প্রমাণ ক্ষমতা কাকে বলে? 1000 Hz কম্পাঙ্ক বিশিষ্ট 10-12 Wm-2 ক্ষমতাকে প্রমাণ ক্ষমতা বলে।
স্থিতি কোণ বা নিশ্চল কোণ কাকে বলে?
স্থিতি কোণ বা নিশ্চল কোণ কাকে বলে? নতি কোণের যে সর্বোচ্চ মানে নত তলের ওপর রাখা কোনো বস্তু নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল হবার উপক্রম হয় তাকে স্থিতি কোণ বা নিশ্চল কোণ বলে। তথ্যঃ ১) স্থিতি কোণ ও ঘর্ষণ কোণ পরস্পর সমান হলেও উভয়ে এক জিনিস নয়। ২) স্থিতি কোণ কেবল মাত্র নত তলের…
প্রাসের আনুভূমিক পাল্লা কাকে বলে? প্রাসের সূত্র
আনুভূমিক পাল্লা কাকে বলে? প্রসঙ্গ সমতলে নিক্ষেপন ও পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে প্রাসের পাল্লা বলে। প্রাসের পাল্লাকে R ধরা হয়। আনুভূমিক পাল্লা সূত্র
বক্রতার কেন্দ্র কী?
বক্রতার কেন্দ্র কী? লেন্সের কোন পৃষ্ঠ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে লেন্সের ঐ পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলে।