আমরা জানি,
বস্তুর ওজন, W = mg………………..(i)
এবং g = GM ÷R2 ……………(ii)
যেখানে, M হচ্ছে পৃথিবীর ভর এবং R হলো পৃথিবীর ব্যাসার্ধ।
যেহেতু পৃথিবী সুষম গোলাকার নয়। কাজেই R এর মানও সর্বত্র একই হয় না। মেরু অঞ্চলে খানিকটা চাপা ও বিষুব অঞ্চল খানিকটা ফাঁপা হওয়ায় মেরু অঞ্চলে R ছোট এবং বিষুব অঞ্চলে R এর মান বেশি হয়। ফলে (ii) নং সূত্রানুসারে, মেরু অঞ্চলে g এর মান কম হয়। ফলে (i) নং সমীকরণ অনুযায়ী বস্তুর ওজনও মেরু অঞ্চলে বেশি হয় এবং বিষুবীয় অঞ্চলে কম হয়।
অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্যাসার্ধের তারতম্যের জন্য বস্তুর ওজনও পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়।