শব্দোত্তর তরঙ্গ কী?
শব্দোত্তর তরঙ্গ কী?
20,000 Hz এর চেয়ে বেশি কম্পাঙ্কবিশিষ্ট তরঙ্গকে শব্দোত্তর তরঙ্গ বলে।
20,000 Hz এর চেয়ে বেশি কম্পাঙ্কবিশিষ্ট তরঙ্গকে শব্দোত্তর তরঙ্গ বলে।
উপযোজন ক্ষমতা কাকে বলে? যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দুরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে চোখের উপযোজন ক্ষমতা বলে।
স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যে সংঘর্ষে দুটি বস্তুর সংঘর্ষের আগে ও পরে মোট শক্তি একই থাকে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে।
শব্দের গুণ বা জাতি কাকে বলে? সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্ণতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে শব্দের গুণ বা জাতি বলে।
মহাবিশ্ব কী? যে স্থানের মধ্যে আমাদের পৃথিবী, গ্রহ-নক্ষত্র, গ্যালাক্সি এবং অন্যান্য সবকিছু অবস্থিত তাকে মহাবিশ্ব বলে।
ঘর্ষণের অপকারীতাসমূহ অতিরিক্ত ঘর্ষণের কারণে যানবাহন সহজে চলতে পারে না। যন্ত্রপাতির গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণের ফলে এরা ক্ষয়প্রাপ্ত হয় এবং ছিঁড়ে যায়। যেকোনো ধরনের যানবাহনকে অতিরিক্ত ঘর্ষণ অতিক্রম করতে অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। যার দরুন ঘর্ষণের ফলে জ্বালানির শক্তির অপচয় হয় যা প্রধানত তাপশক্তিরূপে আবির্ভূত হয়। ঘর্ষণের ফলে শুধু যে শক্তি তাপে পরিণত হয়…
এক কুলম্ব কাকে বলে? দুটি সমমানের চার্জ শূন্য মাধ্যমে 1 মিটার দূরে অবস্থান করে পরস্পরের ওপর 9×109 N বল প্রয়োগ করলে ঐ চার্জ দুটির প্রত্যেককে এক কুলম্ব বলে।