কম্পনশীল সুরশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন?

কম্পনশীল সুরশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন?

একটি সুরশলাকাকে কম্পিত করলে দেখা যাবে, এটি একবার এদিকে যাচ্ছে এবং পরে আবার তার বিপরীত দিকে যাচ্ছে। খুব ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে যে, সে তার পর্যায়কালের অর্ধেক সময় সম্মুখ দিকে এবং বাকি অর্ধেক সময় পশ্চাৎ দিকে চলে, এভাবে সে অনবরত কম্পিত হতে থাকে যা স্পন্দন গতি নামে পরিচিত।

সুতরাং বলা যায় কম্পনশীল সুরশলাকার গতি স্পন্দন গতি।

Similar Posts