Similar Posts
প্রকৃত সময় কী?
প্রকৃত সময় কী? পর্যবেক্ষকের প্রসঙ্গ কাঠামোতে ঘটা দুটি ঘটনার সময় ব্যবধানকে প্রকৃত সময় বলে।
আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? আলোক তড়িৎ ক্রিয়া কে আবিষ্কার করেন?
আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? কোনো ধাতব পৃষ্ঠের ওপর যথেষ্ট উচ্চ কম্পাঙ্কের আলোক রশ্মি বা অন্য কোনো তড়িচ্চুম্বকীয় তরঙ্গ আপতিত হলে উক্ত ধাতু থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। এ ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে। অথবা, যে ধাতব পদার্থের ওপর যথোপযুক্ত কম্পাঙ্কের দৃশ্যমান আলোক কিংবা অন্য কোনো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আপতিত হলে ঐ পদার্থ হতে ইলেকট্রন নির্গত হয়। এই…
চৌম্বক হিসটেরিসিস কী?
চৌম্বক হিসটেরিসিস কী? বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে প্রয়োগে কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে বাহ্যিক ক্ষেত্রটি অপসারণ করলেও চুম্বকটি সম্পূর্ণরূপে বিচুম্বকিত হয় না, অর্থাৎ বিচুম্বকায়িত হতে শৈথিল্য দেখায়। এ ঘটনাকে হিসটেরেসিস বলে।
কিলোওয়াট ঘণ্টা কি?
কিলোওয়াট ঘণ্টা কি? সাধারণত বিদ্যুৎ শক্তির হিসাব-নিকাশের সময় কিলোওয়াট ঘণ্টা (kWh) এককটি ব্যবহার করা হয়। এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলে। 1 kWh = 3.6×106 J
তড়িৎ দ্বিমেরু কীভাবে সৃষ্টি হয়?
তড়িৎ দ্বিমেরু কীভাবে সৃষ্টি হয়? দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি থাকলে একটি তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়।
মুক্তি বেগ কাকে বলে?
মুক্তি বেগ (Escape Velocity) কাকে বলে? আমরা জানি, কোন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা অভিকর্ষের টানে ভূ-পৃষ্ঠে ফিরে আসবে। যদি বস্তুটিকে এমনভাবে নিক্ষেপ করা হয় যে, বস্তুটি পৃথিবীর অভিকর্ষ বলকে অতিক্রম করতে পারে, তবে সেটা আর পৃথিবীতে আসবে না। এ বেগকেই মুক্তি বেগ বলে। সুতরাং ভূ-পৃষ্ঠ হতে সর্বনিম্ন যে বেগে বস্তুকে নিক্ষেপ করলে উহা…