এক নিউটন বল কাকে বলে? | এক নিউটন বল কি?
এক নিউটন বল কাকে বলে?
যে পরিমাণ বল 1 kg ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 ms-2 ত্বরণ সৃষ্টি করে তাকে 1 N বল বলে।
যে পরিমাণ বল ১ কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে ঐ বস্তুতে ১ মি/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে ১ নিউটন বল বলে।
বল হলো একটা বাহ্যিক কারণ, যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়। যে পরিমাণ বল 1kg ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 50ms-2 ত্বরণ সৃষ্টি করে, তাকে 50N বল বলে।