Similar Posts
সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ
সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ সমবেগে কোনো বস্তু গতিশীল থাকলে এর বেগের পরিবর্তন ঘটে না। আদিবেগ ও শেষবেগ সমান (v = u) হওয়ার কারণে সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয়। অর্থাৎ ত্বরণ, a = (v-u)÷t = (v-v)÷t = 0
আন্তঃআণবিক বল কাকে বলে?
আন্তঃআণবিক বল কাকে বলে? পদার্থ অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। আর এ অণুসমূহ খুব অল্প জায়গা জুড়ে অবস্থান করে। ফলে দুটি অণুর মধ্যে অতি ক্ষুদ্র পরিমাণ ফাঁকা স্থান রয়েছে। এ ফাঁকা স্থানকে আন্তঃআণবিক স্থান (Intermolecular Space) বলে। আবার পদার্থের অণুসমূহের মধ্যে একটি আকর্ষণ বল আছে বলেই অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক স্থান থাকা সত্ত্বেও এরা পরস্পর হতে বিচ্ছিন্ন…
দৃষ্টিসীমা বলতে কি বুঝায়?
দৃষ্টিসীমা বলতে কি বুঝায়? দৃষ্টিসীমা বলতে একটি চোখের স্পষ্ট দর্শনের নিকট বিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত দূরত্বকে বোঝায়। অর্থাৎ স্বাভাবিক চোখ যে নিকট বিন্দু এবং দূর বিন্দুতে কোন অসুবিধা ছাড়ায় স্পষ্ট দেখে, সেই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে দৃষ্টিসীমা বলে।
বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য
বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য নং বাষ্পায়ন স্ফুটন ১ স্ফুটন একটি দ্রুত প্রক্রিয়া। বাষ্পায়ন একটি ধীর প্রক্রিয়া। ২ বাষ্পায়ন তরলের উপরিতল থেকে সংঘটিত হয়। স্ফুটন তরলের সকল অংশ থেকে ঘটে। ৩ বাষ্পায়নের সময় তরলের তাপমাত্রা হ্রাস পায়। স্ফুটনের সময় তরলের তাপমাত্রা স্থির থাকে। ৪ সব তাপমাত্রাতেই তরল পদার্থের বাষ্পায়ন ঘটে। নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায়…
ফটোইলেকট্রিক ক্রিয়া কী?
ফটোইলেকট্রিক ক্রিয়া কী? ধাতু পৃষ্ঠের ওপর উচ্চ কম্পাঙ্কের বিকিরণ আপতিত হলে ইলেকট্রন অবমুক্ত হওয়ার ঘটনাকে ফটোইলেকট্রিক ক্রিয়া বলে।
গলনাঙ্কের উপর চাপের প্রভাব
গলনাঙ্কের উপর চাপের প্রভাব যে সব পদার্থ কঠিন থেকে তরলে রূপান্তরিত হলে আয়তনে বৃদ্ধি পায় সে সব পদার্থের চাপ বৃদ্ধিতে গলনাঙ্ক বৃদ্ধি পায়। যেমনঃ মোম ও সালফার। যে সব পদার্থ কঠিন থেকে তরলে রূপান্তরিত হলে আয়তনে হ্রাস পায় সে সব পদার্থের চাপ বৃদ্ধিতে গলনাঙ্ক হ্রাস পায়। যেমনঃ বরফ, লোহা ও বিসমাথ।