চলন্ত ফ্যানের সুইচ অফ করার পরেও এর পাখাগুলো কিছু সময় ঘুরে কেন?

চলন্ত ফ্যানের সুইচ অফ করার পরেও এর পাখাগুলো কিছু সময় ঘুরে কেন?

চলন্ত ফ্যানের পাখা বন্ধ করার পরও কিছু সময় ফ্যানের পাখাগুলো ঘুরতে থাকে। এর কারণ হলো গতি জড়তা, কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার নাম জড়তা। সুইচ বন্ধ করার আগে ফ্যানটির পাখাগুলো চলন্ত অবস্থায় ছিল। তাই বন্ধ করার পরও গতি জড়তার কারণে পাখাগুলো আরও কিছুক্ষণ ঘুরে।

Similar Posts