কোন অবস্থায় আর্দ্র ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের থার্মোমিটার দুইটির তাপমাত্রা সমান দেখা যাবে?
কোন অবস্থায় আর্দ্র ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের থার্মোমিটার দুইটির তাপমাত্রা সমান দেখা যাবে?
বায়ুমণ্ডলের আর্দ্রতা কম হলে বাষ্পায়ন দ্রুত হয়, ফলে দুই তাপমাত্রার পার্থক্য বেশি হয়। অপরপক্ষে আর্দ্রতা বেশি হলে তাপমাতার পার্থক্য কম হয়। আর যদি বায়ুমণ্ডল জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তবে কোনো বাষ্পায়ন হয় না। এক্ষেত্রে দুটি বাল্ব একই পাঠ দিবে।