Similar Posts
পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক? জড়তার পরিমাপক হলো ভর।
পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক? পদার্থের জড়তার পরিমাপক হলো ভর।
অনুরণন কি?
অনুরণন কি? অনুরণন মূলত কোনো অণুতে পরমাণুগুলোর অবস্থানের কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধু ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার মাধ্যমে একাধিক কাঠামো রচনার বিষয়কে বোঝায়।
শক্তি কাকে বলে? | শক্তির একক | শক্তির প্রকারভেদ
শক্তি কাকে বলে? কোন বস্তুর উৎসের কাজ করার সামর্থকে শক্তি বলে। কোন বস্তু কাজ করতে সমর্থ হলে তার শক্তি আছে বলা হয়। কোন বস্তুর উৎস মোট যে পরিমাণ কাজ করতে পারে তা দিয়ে এর শক্তির পরিমাণ করা হয়। শক্তির একক শক্তি এবং কাজের একক জুল। শক্তি একটি স্কেলার রাশি। শক্তির প্রকারভেদ শক্তিকে মোটামুটি আট ভাগে…
কারেন্ট কাকে বলে? | কারেন্ট এর প্রকারভেদ
কারেন্ট কাকে বলে? পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন বা তড়িৎ আধান সমূহের প্রবাহিত হওয়াকে কারেন্ট বলা হয়। অন্যভাবে, পরিবাহীর ভেতর দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। ইহাকে I দ্বারা প্রকাশ করা হয়, এর একক অ্যাম্পিয়ার (A)। কারেন্ট এর প্রকারভেদ কারেন্ট দুই প্রকার। যথাঃ ১) এসি কারেন্ট এবং ২) ডিসি কারেন্ট। এসি কারেন্ট কাকে…
বর্ণালী কি? | বর্ণালীর সংজ্ঞা | বর্ণালী আমরা কখন দেখতে পাই?
বর্ণালী কি? সাদা আলো যখন নানা বর্ণে বিভক্ত হয় তখন তাকে বর্ণালী বলে। যখন সাদা আলো ‘প্রিজম’ এর উপর আপতিত হয় তখন ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন কোণে প্রতিসরিত হয় এবং একটা নানা রঙের আলোকমালা তৈরি করে যা বর্ণালী নামে পরিচিত। বর্ণালীর সংজ্ঞা সূর্য থেকে আগত রশ্মি একটি সরু ছিদ্র পথে কাচের প্রিজমের…
ক্ষমতা একটি লব্ধ রাশি কেন?
ক্ষমতা একটি লব্ধ রাশি কেন? যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। আমরা জানি, ক্ষমতা, P = কাজ (W) ÷ সময়(t) যেহেতু ক্ষমতা, কাজ ও সময়ের ওপর নির্ভর করে সেহেতু ক্ষমতাকে লব্ধ রাশি বলা হয়।