ক্ষমতা একটি লব্ধ রাশি কেন?
ক্ষমতা একটি লব্ধ রাশি কেন?
যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে।
যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে।
ক্যাথেটার কি? এনজিওগ্রাম করার সময় চিকিৎসক রোগীর দেহে একটি তরল পদার্থ যে সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দেন, সে নলটিকে ক্যাথেটার বলে।
বায়ুমন্ডলের অবস্থা কেমন হলে এর তাপমাত্রা ও শিশিরাঙ্ক সমান হয়? সাধারণত বায়ুতে সব সময়ই কিছু জলীয় বাষ্প থাকে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সীমাবদ্ধ। তাপমাত্রা কমতে থাকলে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প দ্বারা বায়ু সংম্পৃক্ত হতে থাকে। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, সে তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। যদি বায়ুমন্ডলে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা…
লরেন্টজ কী? চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল চার্জ যে লব্ধি বল অনুভব করে তাকে লরেন্টজ বল বলে।
বরফ বিন্দু কাকে বলে? প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে বরফ বিন্দু বলে।
সলিনয়েড কাকে বলে? কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাঁচযুক্ত লম্বা বেলনাকার তার কুণ্ডলীকে সলিনয়েড বলে।
প্রতিপ্রভা কী? পদার্থের ওপর আলো পড়ার পর যদি শোষণের সাথেই বিকিরিত হয়, তাকে প্রতিপ্রভা বলে।