Similar Posts
পিছলানো ঘর্ষণ কাকে বলে?
পিছলানো ঘর্ষণ কাকে বলে? যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেঁষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বলে।
কোনো বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 5 MW এর অর্থ কি?
কোনো বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 5 MW এর অর্থ কি? কোনো বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তির দ্বারা প্রতি সেকেন্ডে 5×106 joule কাজ করা যায়।
বায়োমাস কাকে বলে?
বায়োমাস কাকে বলে? বায়োমাস হলো একটি নবায়নযোগ্য শক্তির উৎস। বায়োমাস বলতে মূলত বুঝানো হয় লাকড়ি, খরকুটো ইত্যাদিকে। জলবিদ্যুৎ এর পর এটি সবচেয়ে বড় নবায়নযোগ্য শক্তির উৎস।
তড়িতের প্রকারভেদ | তড়িৎ কত প্রকার?
তড়িতের প্রকারভেদ তড়িৎ দুই প্রকার। যথাঃ ১। স্থির তড়িৎ এবং ২। চল তড়িৎ স্থির তড়িৎঃ তড়িৎ যখন কোন বস্তুতে আবদ্ধ থাকে এবং প্রবাহিত তয় না তখন একে স্থির তড়িৎ বলে। চল তড়িৎঃ তড়িৎ যখন কোন বস্তুর মধ্য দিয়ে চলাচল করে বা প্রবাহিত হয় তখন একে চল তড়িৎ বলে।
মাটির নিচে খনি স্তরের প্রাপ্যতার পূর্বানুমান কিভাবে করা যায়?
মাটির নিচের স্তরের প্রাপ্যতার পূর্বানুমান করা যায় শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে। এটা অনেকটা সমুদ্রের গভীরতা মাপার মত পরীক্ষা। ভূমির বিভিন্ন স্তর হতে শব্দোত্তর তরঙ্গ প্রতিফলিত হয় যখন ফিরে আসে, তখন তাতে নির্দিষ্ট পরিমাণ বিকৃতি বা পরিবর্তন ঘটে, যা লক্ষ্য করে বিজ্ঞানীগণ অনুমান করতে পারেন, ওই স্তরে কি ধরনের শিলা বা উপাদান বিদ্যমান। ঠিক তেমনি খনিজ তেলের উপর স্তরে শব্দোত্তর তরঙ্গ…
প্যাসকেলের সূত্র
প্যাসকেলের সূত্র পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমান ভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।