ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে?
ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে?
1 m2 ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 K বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তবে ঐ পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগ বলে।
1 m2 ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 K বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তবে ঐ পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগ বলে।
ব্যতিচার কাকে বলে? দুটি সুসংহত উৎস হতে নিঃসৃত সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গ কোনো মাধ্যমের কোনো একটি বিন্দুর মধ্য দিয়ে একই সঙ্গে গমন করলে তরঙ্গ দুটির উপরিপাতনের ফলে বিন্দুটি কখনও কখনও খুব উজ্জ্বল ও কখনও কখনও অন্ধকার দেখায়। আলোকের এ ঘটনাকে ব্যতিচার বলে।
সুরযুক্ত শব্দ কাকে বলে? শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে।
উষ্ণতামিতি পদার্থ কাকে বলে? যে সকল পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে উষ্ণতামিতি পদার্থ বলে।
পূর্ণস্পন্দন কাকে বলে? তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলা হয়।
এসি প্রবাহ কাকে বলে? যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় সেই তড়িৎ প্রবাহকে এসি প্রবাহ বলে।
অর্ধ পরিবাহী ডায়োড কী? একটি p-টাইপ ও একটি n-টাইপ অর্ধপরিবাহী পরস্পরের সাথে যুক্ত করা হলে সৃষ্ট এ ডিভাইস বা কৌশলটিকে অর্ধপরিবাহী ডায়োড বলে।