অন্ধকার ঘরে টেলিভিশন দেখা উচিত নয় কেন?

অন্ধকার ঘরে টেলিভিশন দেখা উচিত নয় কেন?

অন্ধকার ঘরে টেলিভিশন দেখা উচিত নয়। কারণ-

  • টেলিভিশনের তীব্র উজ্জ্বল আলো চোখের জন্য অতি মারাত্মক ক্ষতিকর।
  • চোখের ভেতর টেলিভিশনের তীব্র আলোর অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে যা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর, এতে চোখের অক্ষিপট ক্ষতিগ্রস্থ হয়।
  • অন্ধকারে টেলিভিশনের পর্দার আলোর কম্পন এত প্রকট হয়ে চোখে পড়ে যে চোখ তাতে শ্রান্ত হয়ে পড়ে।
কিন্তু অন্ধকার ঘরে টেলিভিশন যদি দেখা হয় তখন এ ক্ষতিকর প্রভাব থেকে চোখকে রক্ষা করতে হলে টেলিভিশনের পর্দা থেকে অন্তত ৩ থেকে ৪ মিটার দূরে বসা উচিত।
আর টেলিভিশনের উচ্চতা হওয়া উচিত ৪ ফুট যাতে পর্দার অবস্থান ও দৃষ্টিপথ একই সমান্তরালে অবস্থান করে।

Similar Posts