ব্লাক বক্স কাকে বলে?

ব্লাক বক্স কাকে বলে?

১৯৬০ সাল থেকে আন্তর্জাতিক বিমান পথে যেসব বিমান চলাচল করে তাতে দুটি গুরুত্বপূর্ণ যন্ত্র ব্যবহার করা হয়। যেমন – ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। নিরাপত্তার জন্য যন্ত্র দুটিকে স্টিলের বাক্সে রাখা হয় এবং বাক্সে রাখা এ যন্ত্র দুটিকে ব্লাক বক্স বলা হয়।

ফ্লাইট ডাটা রেকর্ডার 600 ft স্টেইনলেস স্টিল দ্বারা নির্মিত। যা বিমানের তাপমাত্রা, গতি, আলোর গতিপথ, ইঞ্জিনের শব্দ, বিভিন্ন যন্ত্রের জন্য বায়ুর ভেলোসিটি ইত্যাদি তথ্য রেকর্ড করে। সর্বমোট ৬৪ প্যারামিটার তথ্য রেকর্ড করতে পারে। এ যন্ত্রটিকে বিমানের পেছনের দিকে রাখা হয়।
ককপিট ভয়েস রেকর্ডার এক ধরনের টেপ রেকর্ডার যা ম্যাগনেটিক বিস্ফোরণের শব্দ ইত্যাদি রেকর্ড করে। এ যন্ত্রটিকে বিমানের ককপিটে রাখা হয়। বিগত আধ ঘণ্টার মধ্যে যে সমস্ত ঘটনা ঘটে এ যন্ত্রে তা রেকর্ড করা হয়। পূর্বেকার রেকর্ড Automatically মুছে যায় এবং পর্যায়ক্রমে এর কাজ চলতে থাকে।
যন্ত্র দুটিকে এমনভাবে তৈরি করা হয় যে আঘাতের দ্বারা এর কোনো ক্ষতিগ্রস্থ হয় না এবং আধ ঘণ্টা পর্যন্ত 1000°C তাপমাত্রা সহ্য করতে পারে। দুই দিন পর্যন্ত সমুদ্রের জলে পড়ে থাকলেও কোনো ক্ষতি হয় না। বিমান দুর্ঘটনার পর এ যন্ত্রগুলো পুনরুদ্ধার করা হয় এবং রেকর্ডকৃত তথ্য থেকে দুর্ঘটনার কারণ নির্ণয় করা হয়।
কাজেই বিমান পরিচালনার ক্ষেত্রে ব্লাক বক্স একটি অতি গুরুত্বপূর্ণ যন্ত্র।

Similar Posts