শৈবাল সাগর বা Sargasso Sea কি?

শৈবাল সাগর বা Sargasso Sea কি?

আটলান্টিক মহাসাগরের তৃতীয় শাখা ক্যানারি স্রোত নামে দক্ষিণমুখী হয়ে পর্তুগাল এবং পশ্চিম আফ্রিকার পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়। এ স্রোত পরে দক্ষিণ-পশ্চিম দিক বেঁকে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। এখানে আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে যে ঘূর্ণ স্রোতের সৃষ্টি হয় তার অভ্যন্তরে কোন জলপ্রপাত দেখা যায় না, মহাসাগরের এ স্রোতহীন অংশে শৈবাল, বৃক্ষ, তৃণ প্রভৃতি প্রচুর পরিমাণে সঞ্চিত হয়। এ স্থানকে শৈবাল সাগর বলে।

Similar Posts