বিস্তার কাকে বলে?
বিস্তার কাকে বলে?
তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা সাম্যাবস্থান থেকে যেকোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ তরঙ্গের বিস্তার বলে।
তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা সাম্যাবস্থান থেকে যেকোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ তরঙ্গের বিস্তার বলে।
বল কাকে বলে? যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বলে বলে। বলের ধারণা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বল সম্পর্কে একটি সাধারণ ধারণা রয়েছে। আমরা যখন কোনো বস্তুকে টানি বা ঠেলি, তখন আমরা বলি…
বৃষ্টির ফোঁটা কচু পাতাকে ভিজায় না অথচ আম পাতাকে ভিজায় কেন? আমরা জানি, কোনো তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90° এর কম হলে ঐ তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজাবে। আবার, তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণ স্থূলকোণ অর্থাৎ 90° এর চেয়ে বেশি হলে ঐ তরল পদার্থ কঠিন পদার্থটিকে ভিজাবে না। কচু পাতার সাথে পানির…
স্থায়ী চৌম্বক কাকে বলে এবং ব্যবহার কক্ষ তাপমাত্রায় যে পদার্থের ফেরোচৌম্বক ধর্ম দীর্ঘস্থায়ী হয় উক্ত পদার্থের চুম্বককে স্থায়ী চুম্বক বলে। অথবা, কোনো ফেরোচৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার পর চুম্বকায়ন শক্তি অপসারণ করলেও যদি চুম্বকত্ব দীর্ঘস্থায়ী হয় তবে ঐ চুম্বককে স্থায়ী চুম্বক বলে। ব্যবহারঃ যে সকল যন্ত্রে শক্তিশালী চুম্বকের প্রয়োজন হয়, ব্যবহারকালে যাতে চুম্বকত্বের পরিবর্তন না…
পর্যায়কাল কাকে বলে? যে সময়ে তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে পর্যায়কাল বলে।
প্রসঙ্গ কাঠামো কি? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।
কাজ ও শক্তি পারস্পরিক সম্পর্কযুক্ত কেন? কাজ করতে গেলে বস্তুর শক্তি লাগে। বস্তুত কোনো কাজ করতে যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয় তার দ্বারাই কাজ পরিমাপ করা হয়। সুতরাং শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন। এভাবেই কাজ ও শক্তি পারস্পরিক সম্পর্কযুক্ত।