গণিত

তোমার একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সে.মি, প্রস্থ ১৫ সে.মি এবং উচ্চতা ১ সে.মি. এরূপ ৫০টি বইয়ের আয়তন কত?

1 min read

তোমার একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সে.মি, প্রস্থ ১৫ সে.মি এবং উচ্চতা ১ সে.মি. এরূপ ৫০টি বইয়ের আয়তন কত?

দেওয়া আছে,
বইয়ের –
দৈর্ঘ্য ২০ সে.মি.
প্রস্থ ১৫ সে.মি.
এবং উচ্চতা ১ সে.মি.

আমরা জানি,

আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
তাহলে একটি বইয়ের আয়তন = ২০ সে.মি. × ১৫ সে.মি. × ১ সে.মি.
= ৩০০ ঘন সে.মি.

এরূপ ৫০টি বইয়ের আয়তন = ৫০ × ৩০০ ঘন সে.মি.
= ১৫০০০ ঘন সে.মি.

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x