Similar Posts
সান্দ্রতাগুণাঙ্ক কাকে বলে?
সান্দ্রতাগুণাঙ্ক কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে বেগের প্রতি একক রাখতে প্রবাহী স্তরের একক ক্ষেত্রফলে যে স্পশকীয় বলের প্রয়োজন হয় তাকে সান্দ্রতা গুণাঙ্ক বলে।
জেনার ভোল্টেজ কাকে বলে?
জেনার ভোল্টেজ কাকে বলে? p-n জাংশনে বিমুখী ঝোঁকে ভোল্টেজ বাড়াতে থাকলে শেষে এক সময় হঠাৎ করে বিপুল পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়। যেন মনে হয় p-n জংশনের বিভব বাধা একেবারে বিলুপ্ত হয়ে গেছে। বিমুখী ঝোঁকের ক্ষেত্রে যে ভোল্টেজের জন্য এরূপ ঘটে তাকে জেনার ভোল্টেজ বা জেনার বিভব (Zener Voltage) বলে।
আবর্ত ঘর্ষণ কি?
আবর্ত ঘর্ষণ কি? যখন একটি বস্তু অপর একটি বস্তু বা তলের উপর দিয়ে গড়িয়ে চলে বা চলতে চায় তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।
ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়?
ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়? দুটি তলের অমসৃণতার দরুণ ঘর্ষণ বল উৎপন্ন হয়। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শ থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির একটি বাধার উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে। আর এই বাধাদানকারী বলকে ঘর্ষণ বল বলে। দুটি তলের অনিয়মিত প্রকৃতির কারণে…
সরণ কাকে বলে?
সরণ কাকে বলে? নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলে। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। বস্তুকণার প্রথম ও শেষ অবস্থানের মধ্যে যে সর্বনিম্ন রৈখিক দূরত্ব তা হলো সরণের মান এবং প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হল সরণের অভিমুখ। লক্ষণীয় বিষয় হচ্ছে, কোন বস্তু যদি দীর্ঘ পথ…
স্থির বিন্দু কাকে বলে?
স্থির বিন্দু কাকে বলে? থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপের জন্য একে দাগাঙ্কিত করতে হয়। এই দাগাঙ্কনের জন্য দুটি বিশেষ বিন্দু নির্দিষ্ট করা হয় যাদের সহজে পুনরায় উৎপন্ন করা যায়। এদের স্থির বিন্দু বলা হয়। এর একটিকে নিম্নস্থির বিন্দু আর অপরটিকে ঊর্ধ্ব স্থির বিন্দু বলে। নিম্ন স্থির বিন্দু কাকে বলে? যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ…