সলিনয়েড কাকে বলে?
সলিনয়েড কাকে বলে?
কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাঁচযুক্ত লম্বা বেলনাকার তার কুণ্ডলীকে সলিনয়েড বলে।
কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাঁচযুক্ত লম্বা বেলনাকার তার কুণ্ডলীকে সলিনয়েড বলে।
বিভব শক্তি কাকে বলে? স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে। m ভরের কোনো বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে h উচ্চতায় উঠাতে কৃতকাজ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল তথা বস্তুর ওজন এবং উচ্চতার গুণফলের সমান। বিভব…
পোস্ট অফিস বক্স যে রোধ বাক্সের রোধগুলোকে হুইটস্টোন ব্রীজের তিনটি বাহু হিসেবে বিবেচনা করে এর সাহায্যে হুইটস্টোন ব্রীজের নীতি ব্যবহার করে, কোনো অজানা রোধ নির্ণয় করা যায়, তাকে পোস্ট অফিস বক্স বলে।
আবিষ্ট ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ বা লন্ডন বিচ্ছুরণ বল কাকে বলে? এই আকর্ষণ বলই ভ্যানডার ওয়ালস বলের গরিষ্ঠ অংশ। এই বলের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিকে বিচ্ছুরণ শক্তি বলে। নিষ্ক্রিয় গ্যাস ও অপোলার দ্বি-পারমাণবিক অণুর ক্ষেত্রে এই আকর্ষণ লক্ষ করা যায়। হাইড্রোজেন একটি প্রতিসম অণু এবং এর কোনো ডাইপোল মোমেন্ট নেই। পাশাপাশি দুটি হাইড্রোজেন অণুর মধ্যে যে দুর্বল…
আপেক্ষিক রোধ কাকে বলে? কোনো পদার্থের 1m দৈর্ঘ্য এবং 1m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো খন্ডের রোধকে ঐ পদার্থের আপেক্ষিক রোধ বলে। একক ঘনক আকৃতির কোন পরিবাহীর দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধকে আপেক্ষিক রোধ বলে। ইহাকে ρ দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক রোধের একক আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার (Ω m)।
অস্থায়ী চৌম্বক কী এবং ব্যবহার কিছু চৌম্বক পদার্থ আছে যাদেরকে চৌম্বক ক্ষেত্রে আনলে তা চুম্বকে পরিণত হয় আবার চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে চৌম্বক ধর্ম বিলুপ্ত হয় এই ধরনের চুম্বকই অস্থায়ী চুম্বক। যেমন- বৈদ্যুতিক কলিংবেল তৈরি করতে অস্থায়ী চুম্বকের প্রয়োজন হয়। ক্রেন তৈরিতে, ট্রান্সফর্মারের কোর, টেলিফোনের ডায়াগ্রাম, জেনারেটর এবং মোটরের আর্মেচারেও এদের ব্যবহার করা হয়।
তাড়ন দ্রুতি কি? বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন হতে উচ্চ বিভবের দিকে গমন করে তাকে ইলেকট্রনের তাড়ন বেগ বলে।