শ্রমিক কাকে বলে ও শ্রমিক এর শ্রেণিবিভাগ কি কি?

শ্রমিক কাকে বলে?

যে ব্যক্তি তার যোগ্যতা ও কাজের উপযোগী হয়ে কোন অর্থ উর্পাযনের কাজে নিয়োজিত থাকেন তাকে শ্রমিক বলা হয়।
শ্রমিক মূলত তার শ্রম বিক্রয় করেন তার জন্য এক পক্ষেকে তার উপযুক্ত মূল্য পরিশোধ করতে হয়।

আবার বলা যেতে পারে যে,

কোন প্রতিষ্ঠানে বা কার্যসম্পাদনের জন্য কিছু সংখ্যক লোক তাদের শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন তাদেরকেও শ্রমিক বলা হয়।

শ্রমিকের প্রকারভেদ

শ্রমিককে মোটামুটি যে কয় শ্রেণিতে ভাগ করা হয় তা নিচে দেওয়া হলোঃ
যথাঃ-

(ক) শিক্ষাধীন শ্রমিক
(খ) বদলী শ্রমিক
(গ) সাময়িক শ্রমিক
(ঘ) অস্থায়ী শ্রমিক
(ঙ) শিক্ষানবিশ
(চ) সস্থায়ী
(ছ) মৌসুমী শ্রমিক।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “শ্রমিক কাকে বলে ও শ্রমিক এর শ্রেণিবিভাগ কি কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts