রসায়ন

আইসোবার কাকে বলে? আইসোবারের বৈশিষ্ট্যসমূহ

1 min read

আইসোবার কাকে বলে?

যে সকল পরমানুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যা একই কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে।

অর্থাৎ আইসোবার সমূহ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু।
যেমন – টেলুরিয়াম (Te) ও আয়োডিন (I) পরস্পরের আইসোবার।

আইসোবারের বৈশিষ্ট্যসমূহ

  • আইসোবারসমূহ ভিন্ন মৌলের পরমাণু।
  • তাদের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই।
  • পারমানবিক সংখ্যা ভিন্ন হওয়ায় পরস্পরের আইসোবারসমূহ পর্যায় সারণিতে ভিন্ন অবস্থানে থাকে।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x