Similar Posts
সমান্তরাল অক্ষ উপপাদ্যটি বিবৃত কর।
সমান্তরাল অক্ষ উপপাদ্য (Parallel axis Theorem) যেকোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ঐ অক্ষের সমান্তরাল ও বস্তুর ভরকেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ঐ বস্তুর ভর ও দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান।
ঘনীভবন কাকে বলে?
ঘনীভবন কাকে বলে? জলীয় বাষ্পকে ঘনীভূত করে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। ঘনীভবন হলো গ্যাসীয় থেকে পদার্থের অবস্থাকে তরল পর্যায়ে পরিবর্তন করা এবং এটি বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া। কোনো বাষ্পকে শীতল করে তা তরলে পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। যেমন – জলীয় বাষ্প তাপশক্তি নির্গত করে ঠাণ্ডা হয়ে পানিতে পরিণত হয়। এটি একটি ঘনীভবন প্রক্রিয়া। ঘনীভবন তার বায়বীয় শক্তির মধ্যে…
স্প্রিং ধ্রুবক কি?
স্প্রিং ধ্রুবক কি? কোনো স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে ঐ স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে।
অন্তঃস্থ শক্তি কাকে বলে?
অন্তঃস্থ শক্তি কাকে বলে? কোনো সিস্টেমের বিভব শক্তি ও গতি শক্তি ব্যতিত শক্তির আরো একটি অংশ আছে যার বিনিময়ে সিস্টেম বাহ্যিক শক্তি সরবরাহ ছাড়া কাজ করতে পারে, তাকে সিস্টেমে অন্তঃস্থ শক্তি বলে। তাপগতিবিদ্যার দৃষ্টিতে অন্তঃস্থ শক্তি সিস্টেমের একটি ধর্ম।
দৈব ত্রুটি এড়ানো সম্ভব নয় কেন?
দৈব ত্রুটি এড়ানো সম্ভব নয় কেন? কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাই দৈব ত্রুটি। এই ত্রুটি সম্পর্কে আগে থেকে অনুমান করা যায় না। যেমন : ঘরের দৈর্ঘ্য মাপার জন্য মিটার স্কেল ঘরের মেঝেতে যতবার ফেলা হয় ততবার দৈব ত্রুটি পরিমাপের অন্তর্ভূক্ত হয়ে যায় কেননা একবার…
সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ সর্বনিম্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর।
সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ সর্বনিম্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর। প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বেগের মান সর্বনিম্ন কিন্তু শূন্য নয়। কারণ প্রাসটির যখন উলম্ব বরাবর গতিবেগ শূন্য হয় ঠিক তখনও আদি বেগের অনুভূমিক উপাংশের জন্য এর মধ্যে নিম্নমুখী একটি বেগ ক্রিয়া করে এবং প্রাসের বেগ নিম্নমুখী হয়ে যায়। ফলে গতিপথের সর্বোচ্চ উচ্চতায় প্রাসের…