Similar Posts
বক্র রৈখিক গতি কাকে বলে?
বক্র রৈখিক গতি কাকে বলে? আঁকাবাঁকা পথে হেটে যাওয়া, সাইকেলের গতি, রিক্সার গতি, মোটর গাড়ির গতি ইত্যাদি বক্র রৈখিক গতি। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর গতিপথ যদি বাঁকা হয়, বক্র রেখা বরাবর হয় তখন বস্তুটির গতিকে বক্র রৈখিক গতি বলে।
তাপধারণ ক্ষমতা কাকে বলে?
তাপধারণ ক্ষমতা কাকে বলে? কোনো বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।
ঋণাত্মক ত্বরণ কাকে বলে?
ঋণাত্মক ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে।
অপবর্তন গ্রেটিং কি?
অপবর্তন গ্রেটিং কি? বহু সংখ্যক পরস্পর সমান্তরাল ও সরু চির সম্পন্ন পাতকে অপবর্তন গ্রেটিং বলে।
কৃষ্ণ গহব্বর কাকে বলে?
কৃষ্ণ গহব্বর কাকে বলে? প্রচণ্ড মহাকর্ষীয় বলের জন্য মহাকালে এমন কিছু বস্তু বা জায়গা আছে যা থেকে আলো বা কোনো কিছু বেরিয়ে আসতে পারে না। এরূপ বস্তু বা জায়গাকে কৃষ্ণগহব্বর বলে।
মহাকর্ষ বল কি? বা মহাকর্ষ বল কাকে বলে?
মহাকর্ষ বল কি? বা মহাকর্ষ বল কাকে বলে? এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। এই বলকে মহাকর্ষ বল বলা হয়। এটি একটি পরিবর্তনশীল বল- দুটি নির্দিষ্ট বস্তুর জন্য এই বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে।