Similar Posts
আয়তন কাকে বলে? | আয়তনের মাত্রা | আয়তনের একক
আয়তন কাকে বলে? কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে। এক V দ্বারা প্রকাশ করা হয়। কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য = a, প্রস্থ = b এবং উচ্চতা = h হলে, বস্তুর আয়তন , V = a × b × h আয়তনের মাত্রা আয়তনের মাত্রা হলো L3 আয়তনের একক আয়তনের একক হলো m3
আদর্শ তড়িৎ দ্বিমেরু কাকে বলে?
আদর্শ তড়িৎ দ্বিমেরু কাকে বলে? যদি কোনো তড়িৎ দ্বিমেরুর চার্জ q এর মান বড় হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব 2a খুব ছোট হয় যাতে ঐ দ্বিমেরুর ভ্রামক P=2aq = ধ্রুব থাকে তবে তাকে আদর্শ তড়িৎ দ্বিমেরু বলে।
বিভব পার্থক্য কাকে বলে?
বিভব পার্থক্য কাকে বলে? প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ঐ বিন্দুর বিভব পার্থক্য বলে। একটি একক ধনাত্মক আধানকে অতি মন্থর গতিতে অর্থাৎ গতিবেগ অপরিবর্তিত রেখে তড়িৎক্ষেত্রের এক বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয়, তাকে ওই বিন্দু দুটির মধ্যের বিভব…
গতি কি? | গতি কাকে বলে?
গতি কি? সময়ের সাথে বস্তুর অবস্থান পরির্বন ঘটাকে গতি বলে। পদার্থবিজ্ঞানে গতি হলো এমন ঘটনা যেখানে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থান পরিবর্তিত হয়। পদার্থবিজ্ঞানে সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে গতি/বেগ বলে। এখানে বেগ একটি ভেক্টর রাশি। গাণিতিকভাবে গতিকে সাধারণত সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ এবং সময়ের সাহায্যে ব্যাখ্যা করা হয়। গতির একক কি? এটি হল একটি স্কেলার…
পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি লিখ।
পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি লিখ। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে তা-ই সময়ের (t) বর্গের সমানুপাতিক। অর্থাৎ h∞t2।
ঘর্ষণ সাধারণত কয় প্রকার?
ঘর্ষণ সাধারণত কয় প্রকার? ঘর্ষণ সাধারণত চার প্রকার। ঘর্ষণের প্রকারভেদ (Types of Friction) স্থিতি ঘর্ষণ (Static friction) পিছলানো ঘর্ষণ (Sliding friction) আবর্ত ঘর্ষণ (Rolling friction) ও প্রবাহী ঘর্ষণ (Fluid friction)। ঘর্ষণের একক কি? ঘর্ষণকে একটি বাধাবল হিসেবে বিবেচনা করা হয়। তাই এর একক নিউটন।