কোনো বস্তুর বিভব শক্তি 60 J বলতে কি বুঝায়?
কোনো বস্তুর বিভব শক্তি 60 J বলতে কি বুঝায়?
কোনো বস্তুর বিভব শক্তি 60 J বলতে বোঝায় যে, বস্তুটিতে সঞ্চিত শক্তির পরিমাণ 60 J এবং ঐ বস্তুটি স্বাভাবিক অবস্থায় পৌছাতে 60 J কাজ সম্পাদন করে।
কোনো বস্তুর বিভব শক্তি 60 J বলতে বোঝায় যে, বস্তুটিতে সঞ্চিত শক্তির পরিমাণ 60 J এবং ঐ বস্তুটি স্বাভাবিক অবস্থায় পৌছাতে 60 J কাজ সম্পাদন করে।
কার্ল কী? A = Axi + Ayj + Azk দ্বারা একটি ভেক্টর ক্ষেত্র নির্দিষ্ট হলে এবং একে ক্ষেত্রের যেকোনো বিন্দুতে (x,y,z) ডিফারেন্সিয়েট করা গেলে ভেক্টর অপারেটর ∇ ও A এর ভেক্টর গুণনই A-এর কার্ল। অথবা, কার্ল একটি ভেক্টর রাশি, যা কোনো ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণন ব্যাখ্যা করে। কার্ল এর তাৎপর্য ব্যাখ্যা কর। কার্লের তাৎপর্য হলো – ১) কার্ল একটি ভেক্টর রাশি। এর মান ঐ ভেক্টর…
বর্ণালী উৎপত্তির কারণ কি? বর্ণালী উৎপত্তির কারণ- বিভিন্ন বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যভেদে বিভিন্ন হয় বলে বর্ণালী উৎপন্ন হয়। সাদা আলোকের মধ্যে যে সাতটি মূল আলোক আছে তাদের জন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের বিভিন্নতা হেতু বর্ণালী উৎপন্ন হয়।
কোনো গ্যাসে দুই প্রকার আপেক্ষিক তাপ থাকে কেন? গ্যাসের ক্ষেত্রে তাপ প্রয়োগ করা হলে উষ্ণতার সাথে সাথে গ্যাসের চাপ অথবা আয়তন উভয়ই পরিবর্তিত হয়। তাই কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তাপের পরিমাণও বিভিন্ন হয়। সেজন্য গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের আপেক্ষিক তাপ গুরুত্বপূর্ণ। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ…
ভূ চৌম্বক মেরু কী? পৃথিবী একটি চুম্বক। এর দুটি মেরু আছে। এগুলো হলো ভূ চৌম্বক মেরু। ভূ চুম্বকত্বের উপাদান কাকে বলে? কোনো স্থানে ভূ চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যে: মান ও দিক সঠিকভাবে যেসব রাশির সাহায্যে নির্ণয় করা যায় তাদেরকে ভূ চৌম্বকত্বের উপাদান বলে।
অপবর্তন কি? তীক্ষ্ম ধার ঘেঁষে যাবার সময় বা সরু ছিদ্র দিয়ে যাবার সময় আলো কিছুটা বেঁকে যাওয়ার ধর্মকে অপবর্তন বলে।
প্যাঁচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয়, সাবানযুক্ত ভেজা হাতে তা খোলা কষ্টকর কেন? প্যাঁচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয়, সাবানযুক্ত ভেজা হাতে তা খোলা কষ্টকর। কারণ পানির কল ঘুরিয়ে খোলার ক্ষেত্রে কল ও হাতের মধ্যকার ঘর্ষণ বল কাজ করে। শুকনো হাতে কলটি খোলার সময় ঘর্ষণ বলের মান বেশি হয় ফলে তা সহজে খোলা…