কোনো বস্তু তরলে ভাসা বা ডোবার কারণ কি?
কোনো বস্তু তরলে ভাসা বা ডোবার কারণ কি?
বস্তুর ওজন যদি তরলের প্লবতার চেয়ে বেশি হয় তাহলে বস্তু তরলে ডুবে যাবে। এক্ষেত্রে বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি।
বস্তুর ওজন যদি তরলের প্লবতার চেয়ে বেশি হয় তাহলে বস্তু তরলে ডুবে যাবে। এক্ষেত্রে বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি।
কেলভিন স্কেল কাকে বলে? লর্ড কেলভিন ১৮৫০ খ্রিস্টাব্দে এমন একটি তাপমাত্রার স্কেল উদ্ভাবন করেন যা কোনো বস্তুর ভৌত গুণাবলীর উপর নির্ভরশীল নয়। তাঁর নামানুসারে এ স্কেলের নামকরণ হয় কেলভিন স্কেল। এই স্কেলকে পরম স্কেল বা তাপগতীয় স্কেল বলা হয়। স্কেলটির শূন্য তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়।
সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য নং সদ প্রতিবিম্ব অসদ প্রতিবিম্ব ১ কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়ে সদ প্রতিবিম্ব গঠিত হয়। কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে দ্বিতীয় বিন্দুতে…
তাপমাত্রা কাকে বলে? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে এলে তাপ হারাবে না গ্রহণ করবে। তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে কোনো বস্তু কতটা গরম (উষ্ণ) বা ঠান্ডা (শীতল), তার পরিমাপ এবং তাপশক্তি পরিবহণ দ্বারা সবসময় উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে প্রবাহিত হয়। উষ্ণতা কোনো বস্তুর মোট তাপের পরিমাপ…
পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে গ্যাসীয় অণুর গড় বর্গবেগ ও বৃদ্ধি পায় কোনো সময় কোনো স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ঐ স্থানের পরম আর্দ্রতা বলে। পরম আর্দ্রতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্পের ভরও বৃদ্ধি পায়। এতে ঐ স্থানে অণুর সংখ্যা বৃদ্ধি পায়। অণুর সংখ্যা বৃদ্ধি পেলে এদের ছুটাছুটির পরিমাণও বৃদ্ধি পায়। ফলে অণুর গড়…
ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশিঃ যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। অর্থাৎ যে রাশিকে পরিমাপ করার জন্য বা যে রাশিকে ঠিক মত প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। যেমন- সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল ইত্যাদি।
ভৌত রাশি কাকে বলে? আমাদের চারপাশের যে সকল রাশিকে আমরা পরিমাপ করতে পারি তাদের ভৌত রাশি বলে। এই ভৌতজগতে যা কিছু পরিমাপ করা যায়, তাকে ভৌত রাশি (physical quantity) বলে। যেমনঃ তাপমাত্রা, সময়, বল, কাজ ইত্যাদি। ভৌত শব্দটির অর্থ হলো জড়বস্তু সংক্রান্ত। আর পরিমাপ করা যায় তাই রাশি। ভৌত রাশি পদার্থবিজ্ঞানের একটি অংশ। আমরা জানি…