Similar Posts
টেলিস্কোপ কাকে বলে?
টেলিস্কোপ কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তুকে স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যায় তাকে টেলিস্কোপ বলে।
আয়ত একক ভেক্টর কি? আয়ত একক ভেক্টর কাকে বলে?
আয়ত একক ভেক্টর কাকে বলে? ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক স্থানাংক ব্যবস্থায় ধনাত্মক X, Y, Z অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে i, j, k। এই i, j, k কে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি ধনাত্মক…
এনালগ সংকেত কাকে বলে? অ্যানালগ সংকেত কাকে বলে?
যেসব সংকেতের মান নিরবচ্ছিন্ন পরিবর্তিত হয় এবং নিম্নতর থেকে উচ্চতম যে কোনো মান গ্রহণ করতে পারে তাদের এনালগ সংকেত বা অ্যানালগ সংকেত বলা হয়।আমাদের চারপাশে প্রতিমুহূর্তে যা ঘটছে, যেমন শব্দ, আলো, চাপ, তাপমাত্রা বা অন্য কিছু সেগুলোকে আমরা কোনো এক ধরনের তথ্য বা উপাত্ত হিসেবে প্রকাশ করি। তাদের মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে পারে। আমাদের নানা কাজে সেই মানের…
ঘর্ষণ সাধারণত কয় প্রকার?
ঘর্ষণ সাধারণত কয় প্রকার? ঘর্ষণ সাধারণত চার প্রকার। ঘর্ষণের প্রকারভেদ (Types of Friction) স্থিতি ঘর্ষণ (Static friction) পিছলানো ঘর্ষণ (Sliding friction) আবর্ত ঘর্ষণ (Rolling friction) ও প্রবাহী ঘর্ষণ (Fluid friction)। ঘর্ষণের একক কি? ঘর্ষণকে একটি বাধাবল হিসেবে বিবেচনা করা হয়। তাই এর একক নিউটন।
স্টিফেন এর সূত্র
স্টিফেন এর সূত্র ১৮৭৯ খ্রিস্টাব্দের অস্ট্রেলিয়ার পদার্থবিজ্ঞানী জোসেফ স্টিফেন কৃষ্ণবস্তু থেকে একটি সূত্র প্রদান করেন। সূত্রটি নিম্নরূপ – কোন কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ এর পরিমান বস্তুর তাপমাত্রা চতুর্থ সমানুপাতিক।
বল বিয়ারিং কেন ব্যবহার করা হয়?
বল বিয়ারিং কেন ব্যবহার করা হয়? বল – বিয়ারিং ব্যবহারের মাধ্যমে চাকার বিভিন্ন তলের মধ্যবর্তী ঘর্ষণকে কমানো হয়। বল-বেয়ারিং কোন যন্ত্রের গতিশীল অংশগুলোর মধ্যবর্তী স্থানে বসানো থাকে। বল বেয়ারিংগুলোর ঘূর্ণনের ফল যন্ত্রের গতিশীল অংশগুলো পরস্পরের সঙ্গে ঘর্ষণ সৃষ্টি করতে পারে না। অর্থাৎ তলগুলো একটি অপরটির ওপর দিয়ে পিছলানোর পরিবর্তে গড়িয়ে যায় এবং ঘর্ষণ কমে যায়।