Similar Posts
অংশীদারের অসীম দায় সম্পর্কে লেখ।
অংশীদারের অসীম দায় সম্পর্কে লেখ। অংশীদারি ব্যবসায়ে নিয়োজিত মূলধনের বাইরেও অংশীদারদের দায় সৃষ্ট হওয়াকে অংশীদারদের অসীম দায় বলে। এক্ষেত্রে ব্যবসায়িক দায়ের জন্য ব্যক্তিগত সম্পদ দায়বদ্ধ হয়ে থাকে। এ দায়ের কারণে দেনা পরিশোধের জন্য ব্যবসায়িক সম্পদ যথেষ্ট না হলে অংশীদার দেউলিয়া হলে তার দায়ও অবশিষ্ট অংশীদারদের বহন করতে হয়। তাই অংশীদারী ব্যবসায়ের দায় অসীম।
কিভাবে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়?
কিভাবে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়? গুদামজাতকরন এর মাধ্যমে পণ্যের সময় কত উপযোগ সৃষ্টি হয়। একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত পণ্য বছরের অন্য সময় ব্যবহারের জন্য পণ্য গুদামজাত করা হয়। এতে চাহিদার অতিরিক্ত পণ্য সংরক্ষণ করে এর গুণগত মান রক্ষা করা হয়। এছাড়া নির্দিষ্ট মৌসুমী উৎপাদিত পণ্য সংরক্ষণের ফলে সারা বছর তা ব্যবহার বা বিক্রি করা যায়। এভাবে গুদামজাতকরন…
মহিলা অধিদপ্তর এর প্রধান কাজটি ব্যাখ্যা কর।
মহিলা অধিদপ্তর এর প্রধান কাজটি ব্যাখ্যা কর। মহিলা অধিদপ্তর মহিলাদের সৃজনশীলতার বিকাশ, আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। এ প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এ প্রশিক্ষণের মধে আছে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, হস্তশিল্প, বাটিকের কাজ, বুনন শিল্প, সেলাই প্রভৃতি। এসব প্রশিক্ষণ নিয়ে নারীরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে। এছাড়া প্রতিষ্ঠানটি নারীদের সহজ…
ভোগ্য পণ্য কাকে বলে?
ভোগ্য পণ্য কাকে বলে? ভোগ্য পণ্য বলতে চূড়ান্ত ভোগের উপযোগী পণ্যকে বুঝায়। এরূপ পণ্য এমন অবস্থায় থাকে যে তা সরাসরি ভোগের নিমিত্তে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আর কোনো ধরনের প্রক্রিয়াজাতকরণের প্রয়োজন হয় না। অর্থাৎ এতে নতুন করে আর কোনো ব্যবসায়িক উপযোগ সৃষ্টির প্রয়োজন পড়ে না। আমাদের পাশের দোকানগুলোতে সাজানো কৃষিজাত সামগ্রী; যেমন- চাল, ডাল থেকে শুরু…
সহকারী খতিয়ান কি এবং কাকে বলে
সহকারী খতিয়ান কি বর্তমান কারবারি জগতে প্রতিষ্ঠানের অধিকাংশ ক্রয় ও বিক্রয় ধারে বা বাকিতে সংগঠিত হয়ে থাকে। তাই প্রতিটি প্রতিষ্ঠানে অসংখ্য দেনাদার ও পাওনাদারের সৃষ্টি হয়। একটি খতিয়ানে সকল দেনাদার বা পাওনাদার হিসাব সংরক্ষণ করলে খুবই ঝামেলার সৃষ্টি হয়। এ অবস্থায় দেনাদার ও পাওনাদার সম্পর্কে জানার জন্য সহকারী বা সাহায্যকারী খতিয়ান সংরক্ষণ করা হয়। Harnanson এবং Others-এর মতে, “সাধারণ খতিয়ানের নিয়ন্ত্রণ হিসাবের জেরের বিস্তারিত…
সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সহায়তার পার্থক্য কী?
সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সহায়তার পার্থক্য কী? সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সহায়তার মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ নং সমর্থনমূলক সংরক্ষণমূলক ১ যে সহায়তা উদ্যোক্তাকে শিল্প স্থাপন, পরিচালনা, সম্পদের ব্যবহার ও বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে সাহায্য করে, তা সমর্থনমূলক সহায়তা। ব্যবসায় কার্যক্রম সম্প্রসারণ ও পরিচালনার পথে বাধা দূর করতে যে সহায়তা দেওয়া হয় তা সংরক্ষণমূলক সহায়তা। ২ সমর্থনমূলক সহায়তার…