সহকারী খতিয়ান কি
বর্তমান কারবারি জগতে প্রতিষ্ঠানের অধিকাংশ ক্রয় ও বিক্রয় ধারে বা বাকিতে সংগঠিত হয়ে থাকে। তাই প্রতিটি প্রতিষ্ঠানে অসংখ্য দেনাদার ও পাওনাদারের সৃষ্টি হয়। একটি খতিয়ানে সকল দেনাদার বা পাওনাদার হিসাব সংরক্ষণ করলে খুবই ঝামেলার সৃষ্টি হয়। এ অবস্থায় দেনাদার ও পাওনাদার সম্পর্কে জানার জন্য সহকারী বা সাহায্যকারী খতিয়ান সংরক্ষণ করা হয়।
Harnanson এবং Others-এর মতে, “সাধারণ খতিয়ানের নিয়ন্ত্রণ হিসাবের জেরের বিস্তারিত হিসাবসমূহে যে খতিয়ানে লিপিবদ্ধ করা হয় তাকে সাহায্যকারী বা সহকারী খতিয়ান বলে।”
সহকারী বা সাহায্যকারী খতিয়ান কাকে বলে
হিসাব বই বিভক্তিকরণ পদ্ধতি অনুযায়ী সাধারণ খতিয়ানের উপর চাপ কমানোর জন্য একই বৈশিষ্ট্যপূর্ণ হিসাবসমূহ নিয়ে যে আলাদা খতিয়ান বই তৈরি করা হয় তাকে সহকারী খতিয়ান বলে।