সাধারণ তাপমাত্রায় CO2 গ্যাসীয় কিন্তু SiO2 কঠিন কেন?

সাধারণ তাপমাত্রায় CO2 গ্যাসীয় কিন্তু SiO2 কঠিন কেন?

CO2 একটি একক অণু। CO2 অণুর আকৃতি সরলরৈখিক। CO2 অণুসমূহের মধ্যে কেবল দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল বিদ্যমান। তাই সাধারণ তাপমাত্রায় CO2 গ্যাসীয়।

অপরদিকে SiO2 একটি দৈত্যাকার পলিমার অণু। এর গঠনে প্রতিটি Si পরমাণু চারটি O পরমাণুর সাথে এবং প্রতিটি Si পরমাণুর সাথে যুক্ত হয়ে চতুস্তলকীয় গঠন সৃষ্টি করে। এজন্য SiO2 কঠিন পদার্থ।

Similar Posts