ধাতু বিদ্যুৎ সুপরিবাহী হয় কেন?
ধাতু পরমাণুর সর্ববহিঃস্থ ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে আবদ্ধ থাকে। ধাতব কেলাসে এই ইলেকট্রনগুলো পরমাণুর কক্ষপথ থেকে বের হয়ে সমগ্র ধাতব খণ্ডে মুক্তভাবে চলাচল করে। মুক্ত ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর সাথে থাকে না। তারা সমগ্র ধাতব খণ্ডের হয়ে থাকে। ইলেকট্রন হারিয়ে ধাতুর পরমাণুগুলো ধনাত্মক আয়নে পরিণত হয়ে এক ত্রিমাত্রিক জালকে অবস্থান। ফলে এক ইলেকট্রন সাগরে ধাতব পরমাণুগুলো নিমজ্জিত আছে বলে মনে করা হয়। এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে ধাতবকণ্ড বিদ্যুৎ সুপরিবাহী হয়।