রসায়ন

স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য

1 min read

স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য

স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য নিম্নরূপ –

নং   স্থূল সংকেত   আণবিক সংকেত 
 ১ যে সংকেতের দ্বারা কোনো অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। যে সংকেত দ্বারা যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে তাকে আণবিক সংকেত বলে।
 ২ যৌগের স্থূল সংকেত কোনো ক্ষেত্রে আণবিক সংকেতের সমান হয়। যৌগের আণবিক সংকেত এর স্থূল সংকেতের সমান অথবা সরল গুণিতকের সমান।
 ৩ স্থূল সংকেত শুধু যৌগের হতে পারে। আণবিক সংকেত যৌগ বা মৌল উভয় পদার্থের হয়।
 ৪ একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে। যেমন – অ্যাসিটিলিন ও বেনজিন উভয়ের স্থূল সংকেত CH। সমাণু ব্যতিত একটি আণবিক সংকেত একটি মাত্র যৌগের হয়ে থাকে।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x