ভৌত পরিবর্তন কাকে বলে?

ভৌত পরিবর্তন কাকে বলে?

যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয়, কিন্তু তা কোনো নতুন পদার্থে পরিণত হয় না তাকে ভৌত পরিবর্তন বলে।

যেমন – বরফকে বায়ুতে মুক্ত অবস্থায় রেখে দিলে পরিবেশ থেকে তাপ শোষণ করে তরল পানিতে পরিণত হয় এবং তরল পানিকে 100°C তাপমাত্রায় উত্তপ্ত করলে জলীয় বাষ্প উৎপন্ন হয়। বরফ, তরল পানি এবং জলীয় বাষ্পের রাসায়নিক সংকেত H2O। প্রত্যেকটি উপাদানে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতিও একই।

Similar Posts