কার্যকরী মূলক (Functional Group) কাকে বলে?
জৈব যৌগের ধর্ম ও বিক্রিয়া কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত কাঠামো অপেক্ষা যৌগের সক্রিয় পরমাণু বা মূলকের উপর অধিকতর নির্ভরশীল। এ সব পরমাণু বা মূলক যৌগের কার্যকরী মূলক হিসেবে অভিহিত। কোন যৌগের অণুস্থিত যে পরমাণু বা মূলক ঐ যৌগের রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে তাকে ঐ যৌগের তথা যৌগ শ্রেণির কার্যকরী মূলক বলে।
যেমন – জৈব এসিডের কার্যকরী মূলক হলো কার্বক্সিল মূলক (-COOH)।
বিভিন্ন সমগোত্রীয় শ্রেণির নাম, সংকেত এবং সমগ্রোত্রকের উদাহরণ।