আউফবাউ নীতি কি?

আউফবাউ নীতি কি?

পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বপ্রথম নিম্নশক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে। ইলেকট্রন দ্বারা অরবিটাল সমূহের পূর্ণ হওয়ার এ নিয়মকে বলা হয় আউফবাউ নীতি।

অথবা,

ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে অর্থাৎ ইলেকট্রনসমূহ প্রথমে নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে এর পরে ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করে।