পদার্থ বিজ্ঞান

স্থির অবস্থান থেকে নিচে পড়ার সময় বস্তুর ওজন বাড়ে না কমে?

1 min read

স্থির অবস্থান থেকে নিচে পড়ার সময় বস্তুর ওজন বাড়ে না কমে?

বস্তুর ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ।

বস্তুর ভর একটি ধ্রুব রাশি। সুতরাং অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হলে ওজনের পরিবর্তন হয়। অভিকর্ষজ ত্বরণ বাড়লে ওজন বাড়ে, অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়। ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়।

আবার, উপর থেকে ভূ-পৃষ্ঠের দিকে আসতে থাকলে অভিকর্ষজ ত্বরণ বৃদ্ধি পায়, ফলে স্থির অবস্থার চেয়ে নিচে পড়ার সময় বস্তুর ওজন বাড়ে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x