পুরোপুরি ঘর্ষণহীন একটা পৃষ্ঠে একটি পাথরকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিজের দিকে আনার চেষ্টা করলে কি হবে?
পুরোপুরি ঘর্ষণহীন একটা পৃষ্ঠে একটি পাথরকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিজের দিকে আনার চেষ্টা করলে কি হবে?
ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়াশীল। ঘর্ষণের জন্য বস্তুর উপর প্রযুক্ত বলের কিছুটা অংশ অপচয় হয়। ঘর্ষণহীন তলে একটি পাথরকে দড়ি দিয়ে বেঁধে নিজের দিকে টেনে আনার চেষ্টা করলে প্রযুক্ত বল সম্পূর্ণরূপে ক্রিয়াশীল হবে। ফলে, পূর্বাপেক্ষা বস্তুটিকে টেনে আনা সহজতর হবে। কিন্তু পুরোপুরি ঘর্ষণহীন হলে টানজনিত কৃতকাজের সম্পূর্ণ অংশ গতিশক্তিতে পরিণত হবে এবং অধিক বেগে সরলপথে যে ব্যক্তি দড়ি ধরে টান দিবে তাকে আঘাত করবে অর্থাৎ দুর্ঘটনা ঘটবে।