বিজনেস এন্টারপ্রাইজ কাকে বলে?
বিজনেস এন্টারপ্রাইজ কাকে বলে?
বিজনেস এন্টারপ্রাইজ বা Business Enterprise বা ব্যবসা প্রতিষ্ঠান হলো একটি প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের জন্য পণ্য, সেবা বা অর্থের বিনিময় করে।
বিজনেস এন্টারপ্রাইজ বা Business Enterprise বা ব্যবসা প্রতিষ্ঠান হলো একটি প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের জন্য পণ্য, সেবা বা অর্থের বিনিময় করে।
ফ্রানসাইজি ও ফ্রানসাইজরের মধ্যে পার্থক্য যিনি ফ্রানসাইজরের পণ্য বা সেবা বিক্রি বা বিতরণের অধিকার পান তাকে ফ্রানসাইজি বলে। আর এ সুবিধা যিনি দেন তাকে ফ্রানসাইজর বলে। নং ফ্রানসাইজি ফ্রানসাইজর ১ ফ্রানসাইজিং চুক্তিতে ফ্রানসাইজি ফ্রানসাইজরের পণ্য বা সেবা বিক্রির অধিকার লাভ করে। এ চুক্তিতে ফ্রানসাইজর তার পণ্য বিক্রির অধিকার দেয়। ২ ফ্রানসাইজি মাসিক হারে নির্দিষ্ট ফি…
বাংলাদেশে সম্ভাবনাময় বৃহৎ শিল্পের নামগুলো লেখ। যে শিল্পের বিনিয়োগের পরিমাণ ৩০ কোটি টাকার বেশি এবং ২৫০ জনের বেশি শ্রমিক কাজ করে, তাকে বৃহৎ শিল্প বলে। বাংলাদেশের সম্ভাবনাময় ৭টি বৃহৎ শিল্প হচ্ছে – ১) পর্যটন শিল্প ২) তৈরি পোশাক শিল্প ৩) ভেষজ ঔষধ শিল্প ৪) চামড়া ও চামড়াজাত দ্রব্যের শিল্প ৫) হাসপাতাল ও ক্লিনিক ৬) অটোমোবাইল…
দ্রব্য কাকে বলে? বস্তুগত ও অবস্তুগত সকল সম্পদকে দ্রব্য বলে। যে সকল সম্পদের মানুষের তৃপ্তি পূরণের সামর্থ থাকে তাদেরকে দ্রব্য বলে। যেমন : খাদ্য, বস্ত্র, বাসস্থান, চেয়ার, টেবিল, ভূ-উপরিস্থ এসব কিছুই বস্তুগত দ্রব্য। আবার, ব্যবসায়ের সুনাম, মানুষের মানবিক গুণাবলি, আলো, বাতাস এগুলো হলো অবস্তুগত দ্রব্য।
অনুপাত কি গণিতের প্রত্যেকটি বিভাগে (পাটি গণিত, বীজ গণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, এবং আরও অনেক) অনুপাতের ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন জীবনে অনুপাত নির্ণয় সম্পর্কে জানা আবশ্যক। হিসাব বিজ্ঞানের আর্থিক বিশ্লেষণের একটি শক্তিশালী হাতিয়ার হলো অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের পরিচালনা এবং আর্থিক দক্ষতা এবং প্রবৃদ্ধি জানা যায়। আর এই অনুপাত বিশ্লেষণের জন্য বিভিন্ন বিষয়ের অনুপাত নির্ণয়ের…
বিপণন কীভাবে ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা করে? বিপণন উৎপাদিত পণ্য বিক্রির ব্যবস্থা করে ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা করে। বিপণন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদক তার উৎপাদিত পণ্য পাইকার ও খুচরা ব্যবসায়ীর কাছে সরবরাহ করে। এরা উক্ত পণ্য চূড়ান্ত ক্রেতা বা ভোক্তাদের কাছে বিক্রি করে। পণ্য ভোক্তাদের কাছে পৌঁছানোর মাধ্যমে ব্যবসায়িক কাজ সম্পন্ন হয়। এভাবেই বিপণন ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা করে।
ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি? ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। ব্যবসায়ীরা কম দামে পণ্য কিনে বা কম খরচে উৎপাদন করে বেশি দামে বিক্রির চেষ্টা করে। এর মাধ্যমেই তারা মুনাফা অর্জন করে থাকেন। আর মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকলে কোনো কাজ ব্যবসায় হিসেবে বিবেচিত হবে না। তাই মুনাফা অর্জনকে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য বলে।