কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় কেন?
কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় কেন?
কোনো বস্তুর উপর বল ক্রিয়া করলে সেটি যদি সুষম বেগে না চলে তার বেগ সময়ের সাথে বৃদ্ধি বা হ্রাস পেতে পারে এক্ষেত্রে মানের পরিবর্তন বা দিকের পরিবর্তন বা উভয়ের পরিবর্তন হতে পারে।
আবার, সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারই হলো ত্বরণ। সুতরাং এটি বলা যায় যে বস্তুর বেগের পরিবর্তনই ত্বরণ সৃষ্টির কারণ। কেননা যদি কোনো বস্তু সুষম বেগে চলত তাহলে তার বেগের কখনও পরিবর্তন হয় না বলেই এক্ষেত্রে ত্বরণ থাকে না।
অতএব, ত্বরণ সৃষ্টির মূল কারণ হলো ক্রিয়াশীল বল।