নিউটনের তৃতীয় সূত্র

নিউটনের তৃতীয় সূত্র

নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে, “প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।”

নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্র একটি মাত্র বস্তুসম্পর্কিত। অপরপক্ষে তৃতীয় সূত্র দুটি বস্তুর সাথে সম্পর্কিত। ক্রিয়া ও প্রতিক্রিয়া বলতে এখানে দুটি বলের কথা বলা হয়েছে।

ধরাযাক, A এবং B দুটি বস্তু, A বস্তুটি B এর উপর F1 বল প্রয়োগ করে। B বস্তুটি A এর উপর F2 বল প্রয়োগ কর।

নিউটনের তৃতীয় সূত্রানুসারে, F1 = -F

বলদ্বয়ের মান সমান কিন্তু বিপরীতমুখী। এ দুটি বলের মধ্যে যে কোন একটিকে ক্রিয়া এবং অন্যটিকে প্রতিক্রিয়া বলা হয়। ক্রিয়া এবং প্রতিক্রিয়া সব সময়ই দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী তাই এদের যোগফল শূন্য হবে।

ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান হলেও দুটি বল একটি বস্তুর উপর ক্রিয়া করেনা। দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, ফলে বস্তুদ্বয় বিপরীত গতি লাভ করে। যেমন – আরোহী নৌকা থেকে লাফ দিয়ে তীরে নামলে নৌকার উপর যে বল প্রযুক্ত হয় তাতে নৌকা পেছনে যায়। নৌকা আরোহীর উপর যে বল প্রয়োগ করে তাতে আরোহী সামনে এগিয়ে যায়।

Similar Posts