ভরবেগ কাকে বলে?
কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ (momentum) বলে।
ভরবেগ হচ্ছে বস্তুর ভর ও বেগের সাথে সম্পর্কিত একটি ধর্ম বা বৈশিষ্ট্য। বস্তুর ভর যত বেশি হবে এই বৈশিষ্ট্য তত জোরাল হবে। আবার ভর ধ্রুব রেখে বেগ যত জোরাল হবে এই বৈশিষ্ট্য ততই জোরাল হবে। যেমন একটি বুলেট কমবেগে (হাতদিয়ে) ছুড়লে খুব বেশি ক্ষতি নাই কিন্তু বন্দুক দিয়ে প্রচন্ড বেগে ছুড়লে তার প্রভাব অত্যন্ত মারাত্মক।
কোনো বস্তুর ভরবেগ = বস্তুর ভর × বস্তুর বেগ
যদি কোনো বস্তুর ভর m ও এর বেগ v হলে, তার ভরবেগ p হবে
p = mv
ভরবেগ একটি ভেক্টর রাশি।
ভরবেগের একক কি?
ভরবেগের একক হলো = kgms-1
ভরবেগের মাত্রা কি?
ভরবেগের মাত্রা, [P] = MLT-1