গতি জড়তা কাকে বলে?
গতি জড়তা কাকে বলে?
গতিবেগের দরুণ কোনো বস্তু যে জড়তা অর্জন করে তাকে গতি জড়তা বলে। অর্থাৎ নির্দিষ্ট গতিবেগে চলমান কোনো বস্তুর গতিবেগের পরিবর্তন ঘটাতে না চাওয়ার ধর্মকে গতি জড়তা বলে। গতি জড়তা বস্তুর ভরবেগের ওপর নির্ভর করে। গতি জড়তার দরুণ চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন।