প্রতিক্রিয়া বল কখন শূন্য হয়?
প্রতিক্রিয়া বল কখন শূন্য হয়?
অর্থাৎ ক্রিয়া বল থামার সাথে সাথে প্রতিক্রিয়া বল শূন্য হবে।
অর্থাৎ ক্রিয়া বল থামার সাথে সাথে প্রতিক্রিয়া বল শূন্য হবে।
বৃত্তাপথে কোন বস্তু সমবেগে চলতে পারে কিনা? বৃত্তাকার পথে কোনো বস্তু সমদ্রুতিতে ঘুরলেও এটি সমবেগ নয়। কারণ সমবেগের ক্ষেত্রে বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে। কিন্তু বৃত্তপথে ঘূণনরত বস্তু প্রতিনিয়ত এর দিক পরিবর্তন করে। তাই এর গতি বড় জোর সমদ্রুতিতে হতে পারে, কিন্তু সমবেগ নয়।
আকার বা কৃন্তন বা ব্যবর্তন বা মোচড় বিকৃতি কাকে বলে? বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তন অপরিবর্তিত থেকে শুধুমাত্র আকারের পরিবর্তন হয় বা বস্তুটি মোচঢ় খায়, তবে সংশ্লিষ্ট পরিবর্তনে সৃষ্ট কৌণিক বিচ্যুতিকে আকার বিকৃতি বলে।
বিবর্ধন কাকে বলে? বিবর্ধন বলতে প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর কত গুণ তা বোঝায়। তাই প্রতিবেম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের রৈখিক বিবর্ধন বলে। l দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য l′ হলে রৈখিক বিবর্ধন, m=l′∕l বিবর্ধনের একক ও মাত্রা নেই।
সুশ্রাব্য শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ আমাদের শুনতে ভালো লাগে তাদেরকে আমরা সুশ্রাব্য শব্দ বলি। সুশ্রাব্য শব্দের প্রধান ৩ টি বৈশিষ্ট্য হচ্ছে- ক) শব্দোচ্চতা ও তীব্রতা, খ) তীক্ষ্মতা বা কম্পাঙ্ক এবং গ) গুণ বা জাতি।
ব্যতিচার সজ্জা কাকে বলে? একটি পর্দার ওপর ব্যতিচার ঘটানো হলে পর্দায় আলো-আঁধারের একটি সজ্জা পাওয়া যায়। এ সজ্জাকে ব্যতিচার সজ্জা বলে।
কম্পনশীল সুরশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন? একটি সুরশলাকাকে কম্পিত করলে দেখা যাবে, এটি একবার এদিকে যাচ্ছে এবং পরে আবার তার বিপরীত দিকে যাচ্ছে। খুব ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে যে, সে তার পর্যায়কালের অর্ধেক সময় সম্মুখ দিকে এবং বাকি অর্ধেক সময় পশ্চাৎ দিকে চলে, এভাবে সে অনবরত কম্পিত হতে থাকে যা স্পন্দন গতি…